অসম সম্পর্কের গল্পে ‘বেমানান’

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বেমানান’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 02:10 PM
Updated : 19 August 2019, 02:10 PM

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বেমানান’। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে ২০ অগাস্ট থেকে।

কেমন গল্পের নাটক ‘বেমানান’? শিহাব শাহিন বলেন, “সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা এবং বর্তমানেও সাধারণভাবে প্রতিষ্ঠিত একটি ধারণা হচ্ছে যে, স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবেন এবং বয়সের পার্থক্য ৪-৬ বছর হলে খুব ভালো। এই ধারাবাহিকের তিন জোড়া দম্পতি কেউই প্রতিষ্ঠিত এই ধারণাকে মেনে চলেননি। একই এ্যাপার্টমেন্টে বসবাসকারী এই তিন জোড়া দম্পতির সম্পর্কের জটিলতা, টানাপোড়েন এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।”

নাটকে দেখা যায়, এক দম্পতির ভেতর স্বামী তার স্ত্রীর চাইতে ২১ বছরের বড়, অন্য দম্পতির মধ্যে স্ত্রী তার স্বামীর চাইতে ৬ বছরের বড়, অন্য দম্পতি আবার একদম সমবয়সী।

এসব চরিত্রে অভিনয় করেছেন, তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুৎফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ।

নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে।