নাট্যজন আতাউর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 10:20 AM
Updated : 17 August 2019, 10:22 AM

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেন।”

আতাউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪৩ জনের দাঁড়াল।

এই কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি কূটনীতিক, শিক্ষাবিদরাও রয়েছেন।

একুশে পদকজয়ী আতাউর রহমান এর আগে তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

৭৯ বছরে পা দেওয়া আতাউর রহমান একাধারে লেখক, নাট্যকার, নাট্যনির্দেশকম অভিনেতা ও নাট্যসমালোচক। গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন তিনি, ২ হাজারটি প্রদর্শনীতে অভিনয় করেন।

বাংলাদেশের নাট্য আন্দোলনে অবদানের জন্য সরকার তাকে ২০০১ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

নাটক ও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, লোকনাট্যদল পুরস্কার , কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট পুরস্কারসহ নানা পুরস্কার লাভ করেন।

আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে। চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এমএসসি ডিগ্রি নেন তিনি।

নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি, ‘বাংলাদেশ সেন্টার অব দ্য ইন্টান্যাশাল থিয়েটার ইন্সটিটিউটের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।