কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীকে উৎসর্গ করে গান

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করে নির্মিত হল গান ‘ধোঁয়ার অন্তর্গত মানুষ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 07:55 PM
Updated : 16 August 2019, 07:55 PM

‘টুকা কাহিনী’, ‘এই ঘরে লক্ষ্মী ছিল’র মতো গল্প-উপন্যাসের লেখক বুলবুল চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গানটি লিখেছেন ধ্রুব এষ। এতে কন্ঠ, সুর ও সংগীতের কাজ কাজ করেছেন সংগীতশিল্পী সৌর।

বুলবুল চৌধুরী ফ্যান ক্লাবের উদ্যোগে এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কামরুল মিথুন। এসএনআর স্টুডিওতে রেকর্ড করা এই গানের মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ করেছেন শাওন শাফিল। ভিডিও সম্পাদনায় ছিলেন জাওয়াদ পারভেজ।

গানটি প্রসঙ্গে গায়ক সৌর বলেন, “বুলবুল চৌধুরী নিভৃতচারী প্রাজ্ঞ কথাসাহিত্যিক। গ্রামীণ ভাষাকে যে অবলীলায় তিনি সাহিত্যের উপকরণ বানিয়ে ফেলেছিলেন, তা বিস্ময়কর। পায়ের তলায় শর্ষে নিয়ে তিনি আজন্ম এক পরিব্রাজকের মত ঘুরে বেড়িয়েছেন বাংলার গ্রামীণ জনপদের নানা প্রান্তে। তার লেখা ও জীবন দর্শন নানাভাবে প্রভাবিত করেছে আমাকে।”

তিনি আরও বলেন, “তার ৭২তম জন্মদিনে বুলবুল চৌধুরী ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমাদের এই উপহার। ‘ধোঁয়ার অন্তর্গত মানুষ’ গানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি এই প্রাজ্ঞ কথাসাহিত্যিকের প্রতি।”

শুক্রবার মধ্যরাতে গানটি ইউটিউব, ফেইসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।