
জন্মবার্ষিকীতে আইয়ুব বাচ্চুর দুই অপ্রকাশিত গান
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2019 07:41 PM BdST Updated: 16 Aug 2019 07:41 PM BdST
প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর পরের জন্মবার্ষিকীতে প্রকাশিত হল তার দুই অপ্রকাশিত গান।
মারজুক রাসেলের কথায় আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে গান ‘ভাবসূত্র’। ২০০৫ সালে ‘ফিসফাসফিস’ অ্যালবামে গানটি প্রকাশের কথা থাকলেও বিশেষ কারণে তা আটকে যায়। অপ্রকাশিত সেই গান এবার প্রকাশ হল গীতিকার মারজুক রাসেলের উদ্যোগে।
এ প্রসঙ্গে মারজুক রাসেল বলেন, “বাচ্চু ভাইর অনুপস্থিতিতে গানটা শ্রোতাদের কাছে যাচ্ছে জেনে একাধারে মন-খারাপ ও ভালো লাগা দুইটাই হচ্ছে।”
২০০৪ সালে রেকর্ড করা গানটির ডিজিটাল অডিও টেপ থেকে বর্তমানে শোনার উপযোগী করে এর মাস্টার ও রিমিক্স করেছেন আনিসুজ্জামান আনিস। শনিবার সাউন্ডটেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
অন্যদিকে আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গান ‘মেয়ে’, ‘এ শহর’, ‘এখনো কেউ তোমাকে চায়’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার নিয়াজ আহমেদ অংশুর উদ্যোগে প্রকাশিত হয়েছে আরেকটি অপ্রকাশিত গান ‘রাতের এ পিঠে’।
গানটি প্রসঙ্গে অংশু বলেন, “একটা সময় আমার লেখা অনেক গান বাচ্চু ভাই সুর করেছেন। কোন কোন গান রেকর্ড করেও কখনও প্রকাশ করা হয়নি। ‘রাতের এ পিঠে আমার ঘরবাড়ী’ এমনই একটি গান।”
তিনি জানান, ১৯৯৭ সালে লেখা ও সুর করা গানটি ১৯৯৮ সালে রেকর্ড করা হয়।
“রেকর্ড করা গানটায় অনেক পুরোনো নস্টালজিক এক আইয়ুব বাচ্চুকে খুঁজে পাওযা যাবে,”বললেন অংশু।
গানটির সুর-সঙ্গীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- এফ এ সুমন ও সুমাইয়া বৃষ্টির নতুন গান
- দ্যা রক হাজির পরের মাত্রার ‘জুমানজি’ নিয়ে
- গান-গল্পে ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের প্রত্যয়
- জয় বাংলায় শুরু ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’
- ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত রিপন এখন গহীন চরে
- মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের নিয়ে প্রামাণ্যচিত্র
- আরেকটি বিয়ের অপেক্ষায় বলিউড?
সর্বাধিক পঠিত
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক
- কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় সংগ্রাম কার্যালয়ে ভাংচুর, সম্পাদক থানায়
- সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রায় ১০০ টাকা
- লেবার পার্টির ভরাডুবির রাতেও জয়ে উজ্জ্বল বাঙালি চার কন্যা
- তামিমের ব্যাটে রান, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল থিসারা
- ভারতের নাগরিকত্ব আইন: শিলংয়ে বিক্ষোভে লাঠিপেটা, দিল্লিতে সংঘর্ষ
- আ. লীগের নেতৃত্বে আসতে পারে এক ঝাঁক নতুন মুখ
- অবসর ভেঙে ফিরতে প্রস্তুত ব্রাভো
- রাজশাহী রয়্যালসের টানা দ্বিতীয় জয়
- তারুণ্যেই চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার