সৌ‌মিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অ‌ভি‌নেতা সৌ‌মিত্র চ‌ট্টোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 02:14 PM
Updated : 14 August 2019, 02:14 PM

বুধবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ব‌লে খবর দি‌য়ে‌ছে আনন্দবাজার পত্রিকা।  

পরীক্ষার পর চিকিৎসকরা জানান, এই অভিনয়শিল্পীর নিউমোনিয়া ধরা প‌ড়ে‌ছে।

সৌমিত্রের চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

বুধবার ভো‌রে তার বাবার শ্বাসকষ্ট শুরু হয় ব‌লে জানান এ অ‌ভি‌নেতার ছেলে সৌগত চট্টোপাধ্যায়।

সৌগত ব‌লেন, “বাবার শ্বাসকষ্ট শুরু হতেই আমাদের পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি দ্রুত চলে আসেন। বাবাকে দেখার পর তিনি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেই মতো ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। আইসিউতে ভর্তি করা হয়। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।”

সৌ‌মিত্র চ‌ট্টোপাধ্যা‌য়ের মেয়ে পৌলমী বসু জানান, দীর্ঘদিন ধ‌রে তি‌নি সিওপিডিতে আক্রান্ত। এখনও শরীরে সোডিয়াম-পটাশিয়ামেরও ঘাটতি রয়েছে।

ভারতের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা সৌমিত্র ৮৪ বছর বয়সেও অভিনয় ও আবৃত্তিতে সক্রিয় রয়েছেন।

সত্যজিত রায়ের অপু,  ফেলুদার মতো চরিত্র রূপায়ন করে সৌমিত্র চলচ্চিত্র সমালোচকদের মনে স্থায়ী আসন নিয়ে আছেন। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি; গান-নাটক লেখেনও।