এফডিসিতে ৯ গরু জবাই করে মাংস বিলি

এবারও কোরবানির ঈদের দিনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গরু জবাই করে অসচ্ছল শিল্পীদের মধ্যে বিলি করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2019, 03:25 PM
Updated : 12 August 2019, 03:48 PM

সোমবার দুপুরে প্রয়াত শিল্পীদের নামে নয়টি গরু জবাই করে মাংস বিতরণ করা হয় বলে শিল্পী সমিতির সাধারণ চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এবার অসচ্ছল শিল্পীদের মাঝে মাংস বিতরণের পাশাপাশি শিল্পী সমিতির সদস্যদের ঘরে ঘরে সেমাই-চিনি পাঠানো হয়েছে।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

তিনি জানান, নয়টি গরুর মধ্যে চিত্রনায়িকা পরীমনি একায় ৪টি দিয়েছেন, বাকিগুলি প্রযোজকদের আর্থিক সহায়তায় কেনা।

যারা গরু কিনতে আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান এই চিত্রনায়ক।

ঢালিউডের নায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে এফডিসিতে অস্বচ্ছল শিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এফডিসিতে কোরবানি দেওয়ার জন্য ঈদের আগের রাতে রাজধানীর কমলাপুর হাট থেকে তিনি ওই চারটি গরু কিনেছেন।

বরাবরের মতো সোমবারও অসচ্ছল শিল্পীদের মাঝে মাংস বিলিতে অংশ নেন এই নায়িকা।