অন্তর্জালে ফারহান-ইভানার স্বল্পদৈর্ঘ্য

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অন্তর্জালে প্রকাশিত হলো স্বল্পদৈর্ঘ্য ‘তুমিও আমার হতে পারতে’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 01:15 PM
Updated : 9 August 2019, 01:17 PM

আজব কারখানা নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় জুটি মুশফিক আর. ফারহান ও পারসা ইভানা।

জয় শাহরিয়ারের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন শাহরিয়ার শাহরুখ। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা।

চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

এ প্রসংগে স্বরাজ দেব বলেন, “এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টিম ওয়ার্ক।”

মুশফিক ফারহান বলেন, “এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে’।”

ইভানা বলেন, “আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।”

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, “আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য।  আমার ভালোই লেগেছে লিখতে। আর গানগুলো যেহেতু আমারই, এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে।”

আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম ফিকশন প্রযোজনা এটি।