শিশুকে উদ্ধার করে ‘নায়ক বনে গেলেন’ হলিউডের খলনায়ক

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি গাড়িতে আটকা পড়া শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন হলিউডের অভিনেতা ড্যানি ট্রেহো।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 02:05 PM
Updated : 8 August 2019, 02:06 PM

ম্যাশেটি, ডেসপারেডো, স্পাই কিডসসহ অনেক চলচ্চিত্রে অভিনয় করা ট্রেহোকে রূপালি পর্দায় খলনায়কের চরিত্রের দেখা গেলেও এই ঘটনায় তাকে ‘বাস্তব জীবনের নায়ক’ হিসেবে প্রশংসা করা হচ্ছে বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার বিবরণে ট্রেহো বলেন, তিনি দেখতে পান সিগন্যালের লাল বাতি জ্বলা অবস্থায় একটি গাড়ি চলছে এবং সেটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়, যার ভেতর একজন নারী ও একটি শিশু ছিল।

এরপর পথচারী এক নারীর সহায়তায় শিশুটিকে গাড়ি থেকে উদ্ধার করেন ম্যাশেটি তারকা।

“তিনি সিটবেল্টটি খুলে দেন এবং অপর পাশ দিয়ে আমি শিশুটিকে বের করে ফেলি,” বলেন ট্রেহো।

ওই ঘটনা নিয়ে নিজের একটি সাক্ষাৎকার তার ইনস্টাগ্রাম পেইজে শেয়ার করেছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। তাতে চালকদের প্রতি সড়কে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রেহো জানান, প্রথমে তিনি গাড়ির জানালা দিয়ে ঢুকে শিশুটিকে বের করার চেষ্টা করে বিফল হন।

পরে মনিকা জ্যাকসন নামের ওই পথচারী তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

অভিনেতা বলেন, ওই নারী গাড়ির মধ্যে ঢুকে সিল্টবেল্টটি খুলে দেন। আর তাতে শিশুটিকে বের করতে পারেন তিনি।

গাড়ির মধ্যে আটকা পড়া নারী শিশুটিকে উদ্ধারের আকুতি জানাচ্ছিলেন বলে জানান দুজনই।

 

“তিনি আঘাত পেয়েছিলেন, শুধু বলছিলেন, আমার বাচ্চাকে বের কর, আমার বাচ্চাকে বের কর,” বলেন জ্যাকসন।

ঘটনার সময় অভিনেতা ট্রেহো সেখানে ছিলেন বলে নিশ্চিত করেছে লস এঞ্জেলেস পুলিশ।

স্থানীয় টেলিভিশন স্টেশন কেএবিসি-টিভি জানিয়েছে, ওই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। হালকা আঘাতের জন্য তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।