জ্বরে আক্রান্ত জয়া আহসান

ডেঙ্গু নিয়ে সারাদেশের মানুষের উদ্বিগ্নতার মধ্যেই বাংলাদেশ ও কলকাতার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 02:24 PM
Updated : 6 August 2019, 03:48 PM

এ অভিনেত্রীর ঘনিষ্টসূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়ার এক ঘনিষ্টজন বলেন, “গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে।”

বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে যোগাযোগ করা হলে বিশ্রামে থাকা এ অভিনেত্রী বলেন, “এটি সাধারণ জ্বর, তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি।”

দিন দুয়েক থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।

সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর; তার শারীরিক অবস্থাও এখন আগের তুলনায় ভালো। তরুণ অভিনেতা শরিফুল রাজও ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।