হুমায়ূন স্মরণে শিল্পকলায় ‘নদ্দিউ নতিম’

আগামী ১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী। তার স্মরণে মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে ‘নদ্দিউ নতিম’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 12:06 PM
Updated : 9 July 2019, 12:06 PM

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। মঞ্চে নাটকটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তার স্মরণে আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনী। 

নাটকটি ‘ম্যাড থেটার’-এর প্রথম প্রযোজনা। এটি নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। তারা হলেন-সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

১৩ জুলাই নাটকটির ৫৩তম মঞ্চায়ন প্রসঙ্গে আসাদ ইসলাম বলেন, “নাটকটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের আকৃষ্ট করেছে এর অভিনয়গুণ, কাহিনির চমৎকারিত্ব, ঘটনার বিন্যাস ও চরিত্রের বৈচিত্র। নাটকটি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই দেখতে পাচ্ছি দর্শকদের আগ্রহ-আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ।”

এদিন, সন্ধ্য ৭টায় নাটকটি শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে।