সার্ক উৎসবে পুরস্কৃত ‘ফাগুন হাওয়ায়’

‘৯ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ দুটি পুরস্কার অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 12:04 PM
Updated : 9 July 2019, 12:04 PM

গত ২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র নিয়ে ৬ দিনব্যাপী এ উৎসব’। শ্রীলংকার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে অনুষ্ঠিত হয়ে যাওয়া এ উৎসবে গত ৩ জুলাই সকালে তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, বিকেলে দেখানো হয় নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’। ৫ জুলাই দুপুর ১২টায় মাস্টার ফিল্মস বিভাগে দেখানো হয় নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’।

‘ফাগুন হাওয়ায়’ এবং ‘কমলা রকেট’ ছবি দু’টি প্রদর্শিত হয় প্রতিযোগিতা বিভাগে।

মঙ্গলবার, তৌকির আহমেদ জানান, উৎসবে তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ দুটি পুরস্কার জিতেছে। এর মধ্যে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনায় রিপন নাথের নাম ঘোষণা করেন আয়োজকরা।

এর আগে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসব-এও তৌকিরের ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি প্রতিযোগিতা শাখায় সেরা চিত্রনাট্য’র পুরস্কার অর্জন করে।