অ্যাসিড ছোড়ার মামলায় কণ্ঠশিল্পী মিলার জামিন

সাবেক স্বামী পারভেজ সানজারির গায়ে অ্যাসিড হামলার অভিযোগে কণ্ঠশিল্পী মিলা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 11:37 AM
Updated : 7 July 2019, 11:25 AM

সোমবার মিলার উপস্থিতিতে তার জামিন আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে এই আদেশ দেয়।

আদালতে মিলার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী দেবাশীষ ভট্টাচার্য্য।

একটি বেসরকারি এয়ারলাইন্সের বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে।

যৌতুকের জন্য মারধরের অভিযোগে ওই বছর ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি।

তদন্ত শেষে পুলিশ এ মামলায় সানজারির বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৮ সালের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু করে আদালত।

ওই মামলা চলার মধ্যেই গত ৬ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা করেন সানজারির বাবা এসএম নাসির উদ্দিন। সানজারির গায়ে অ্যাসিড হামলার অভিযোগে মিলা ও  তার সহকারী জন পিটার হাওলাদার কিমকে আসামি করা হয় ওই মামলায়।

মামলার এজাহারে বলা হয়, গত ২ জুন রাতে উত্তরার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে সানজারির গায়ে এসিড নিক্ষেপ করা হয়।

সানজারির অভিযোগ, মিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকে বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মিলার সহকারী পিটার কিমই তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন।