কণ্ঠশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করে সাক্ষ্য দিতে না যাওয়ায় কণ্ঠশিল্পী মিলা ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 03:17 PM
Updated : 1 July 2019, 11:06 AM

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন রোববার এ আদেশ দেন। সাংবাদিকরা আদেশের বিষয়টি জানতে পারেন সোমবার।

আইনজীবীরা জানান, মামলার বাদী মিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে ছয় বার সমন জারি হলেও তিনি আসেননি। এ কারণে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মিলাকে গ্রেপ্তার করা গেল কি না- সে বিষয়ে পুলিশ প্রতিবেদন দেওয়ার জন্য ২২ জুলাই দিন রেখেছে আদালত।

একটি বেসরকারি এয়ারলাইন্সের বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে। ওই বছর ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর বিভিন্ন সময়ে সানজারি তাকে মারধর করেছেন। তার চাপে মিলা পাঁচ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু আরো দশ লাখ টাকা দাবি করে ৩ অক্টোবর তাকে আবার মারধর করেন তার স্বামী।

তদন্ত শেষে পুলিশ এ মামলায় সানজারির বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৮ সালের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু করে আদালত।