এবার লন্ডন উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক আঙিনায় প্রশংসিত হচ্ছে চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 02:01 PM
Updated : 24 June 2019, 02:01 PM

লন্ডনের বাগরি ফাউন্ডেশন লিফ ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে চলছে চলচ্চিত্র উৎসব। ২০ জুন থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’। দু’টি প্রদর্শনীর আমন্ত্রণে চলচ্চিত্রটি অংশগ্রহণ করেছে এ উৎসবে। ইতিমধ্যেই ২৩ জুন লন্ডনে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন সন্ধ্যা ৬টায়। 

চলতিবছরই দেশে মুক্তিসম্ভাব্য চলচ্চিত্রটি উৎসব ভ্রমণ করছে সাফল্যের সঙ্গেই। সর্বশেষ এটি কানাডার টরেন্টোর ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮ম আসরে প্রদর্শীত হয়। এর আগে গেল ৩০ এপ্রিল ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়।

এর আগে গেল ফ্রেবুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর গেল মাসে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেয় এটি। চলতি বছরের শুরুর দিকে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় ছবিটি।

ছবিটির প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবিটি।

ঢাকার সাম্প্রতিক চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।