প্রকাশ্যে এল ‘ন ডরাই’

প্রথবারের মতো ‘সার্ফিং’ নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ন ডরাই’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 02:55 PM
Updated : 21 June 2019, 02:55 PM

বৃহস্পতিবার প্রকাশিত হল চলচ্চিত্রটির ফার্স্ট লুক।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের প্রযোজনায় ‘ন ডরাই’ বা ডেয়ার টু সার্ফ পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।

২০ জুন বিশ্ব সার্ফিং দিবসে আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার উন্মোচন হয়। এখন ৩ মিনিট ৬ সেকেন্ডের ফার্স্টলুক ভিডিও প্রকাশিত হল ইন্টারনেটে।

এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা শপিং মলে স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্টরা।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, “একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প। গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বন করে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ছবিতে।

“সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।”

প্রযোজক মাহবুব রহমান জানান, শুধু আন্তর্জাতিক উৎসবের জন্য এর ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়েছে। এটি অফিসিয়াল পোস্টার নয়। দেশে মুক্তির আগে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘ন ডরাই’।

আগামী অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।