শাকিব বনাম শাকিব, হল মালিকরা নাখোশ

বড়পর্দায় চলছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত দু’টি সিনেমা ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। সিনে-প্রদর্শক সমিতির সভাপতির মতে, এ কারণে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছেন হল মালিকরা।

রুদ্র হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 05:38 PM
Updated : 16 June 2019, 11:06 AM

“শাকিব খানের দুটি ছবি একসঙ্গে আসা উচিত হয়নি। ‘নোলক’ ঈদের দু’তিন সপ্তাহ পরে এলেই দারুণ ব্যাবসা করত। প্রযোজক হয়ত এটা বুঝতে পারেননি,”- বলছিলেন প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

মধুমিতায় এবার ঈদে চলেছে শাকিব-বুবলি অভিনীত মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’। নকলের অভিযোগ মাথায় নিয়েও সিনেমাটি সারাদেশে ভালো আয় করছে বলে নওশাদ জানান।

অন্যদিকে শাকিব-ববি অভিনীত ‘নোলক’ তুলনামূলক কম হলে মুক্তি পেলেও ভালো আয় করছে। পরিচালক কে- সাকিব সনেট নাকি রাশেদ রাহা- এমন দ্বন্দ্ব চলছে এ সিনেমা ঘিরে।
‘পাসওয়ার্ড’ সিনেমার অন্যতম প্রযোজক ইকবাল বুধবার গ্লিটজকে জানিয়েছিলেন, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২০০ হলে দেখানো হয়েছে সিনেমাটি।  এখন তা বেড়ে হয়েছে ২০৩টি।

অন্যদিকে নোলক দেখানো হচ্ছে ৭৭টি হলে। দ্বিতীয় সপ্তাহে এসে রাজধানীর বলাকা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

নওশাদ বলেন, ‘আবার বসন্ত’ অন্য ঘরানার ছবি, তার হলে মোটেই ভালো চলেনি।

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় জুটি হয়েছেন তারিক আনাম খান ও স্পর্শিয়া। বর্তমানে ছয়টি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি।

শাকিব খানের দুই সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়া প্রসঙ্গে নওশাদ বলেন, “এমনিতেই বাজার মন্দা। ঈদেই শাকিবের দুটি ছবি একসঙ্গে মুক্তি পেলে ঈদের পর আমরা কী চালাবো?”

অন্যদিকে প্রেক্ষাগৃহে স্থান না পাওয়া ঈদের আরেক ছবি ‘দ্য ডিরেক্টর’ ইউটিউবে দেখেছেন ৮৭ হাজার দর্শক। এ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।