র‌্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’

সুন্দরবনে র‌্যাবের অভিযান নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘ঢাকা অ্যাটাক’র নির্মাতা দীপংকর দীপন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 12:17 PM
Updated : 13 June 2019, 12:17 PM

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলার্সের সঙ্গে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্টের সমঝোতা চুক্তি সাক্ষর হয়।

নির্মাতা জানান, সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসী অভিযান নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

তিনি বলেন, “সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। কিন্তু সেই সুন্দরবন এখন দস্যুমুক্ত। র‌্যাবের চৌকস বাহিনীর একের পর এক দুঃসাহসিক অভিযানের কারণে এটি সম্ভব হয়েছে। সেই সব অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে ‘অপারেশন সুন্দরবন’।

তবে এতে অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন তা এখনই জানাননি তিনি।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

এটি দীপনের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে পুলিশের অভিযান নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে চিত্রপরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন দর্শকমহলে।