শাকিব-ববিকে স্মরণীয় করবে ‘নোলক’?
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2019 07:47 PM BdST Updated: 27 May 2019 07:47 PM BdST
আসছে ঈদে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান-ববি জুটির নতুন ছবি ‘নোলক’। এ উপলক্ষে গত ২৬ মে রাজধানীর এক রেস্তোঁরায় চলচ্চিত্র সংশ্লিষ্ট ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক ‘প্রীতি সম্মিলন’।
‘ফুল এন্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘রাজাবাবুর’ পর শাকিব-ববি জুটির ৫ম চলচ্চিত্র ‘নোলক’।আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত চিত্রনায়িকা ববি। বললেন, “‘নোলক’ শুধু আমার অভিনয় জীবনেরই নয়, শাকিব ভাইয়েরও ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে যাচ্ছে। মৃত্যুর পরও আমরা এ ছবির মাধ্যমে বেঁচে থাকবো।”
কি আছে এমন ‘নোলক’-এ? ববির জবাব, “ঈদের ছবি বলতে যা বোঝায়, ‘নোলক’ তাই। বিশাল বাজেটের এ ছবিটি হায়দারাবাদের রামুজী ফিল্মস্টুডিওতে চিত্রধারণ করা, বহু তারকার অভিনয় যুদ্ধ রয়েছে, ৫টি গান রয়েছে, কমেডি-অ্যাকশন-রোমান্স-ড্রামা-সাসপেন্স-সেন্টিমেন্ট সবই রয়েছে। ”

পৃথকভাবে রাশেদ রাহা ও এর প্রযোজক সাকিব সনেট এর যৌথ নির্মাণে চলচ্চিত্রটিতে শাকিব-ববি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ওমরসানী, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, রেবেকা রউফ, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত সহ আরো অনেকেই।
প্রীতি সম্মেলনে উপস্থিত হয়ে চলচ্চিত্রটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা শহীদুল আলম সাচ্চু বলেন, “আমাদের মত অভিনেতাদের প্রাণ খুলে অভিনয় করার মত চরিত্র সাধারণত দেয়া হয় না। তবে ‘নোলক’-এর প্রতিটি অভিনেতা নিজের সেরাটা দেয়ার সুযোগ পেয়েছেন। এর জন্য পরিচালক সাকিব সনেট ও টিমকে ধন্যবাদ জানান তিনি।
ওমর সানি বলেন, “ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোও ব্যবসাসফল হোক। তবে ‘নোলক’ সবচেয়ে বেশি ব্যবসা করুক। কারণ ‘নোলক’ ছবি কোনো বিদেশী গল্প অবলম্বনে নয়। সম্পূর্ণ বাংলার ছবি, মৌলিক কাহিনীর ছবি। ”
‘নোলক’ চলচ্চিত্রের ‘প্রীতি সম্মিলন’ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন অভিনেতা-প্রযোজক ডি এ তায়েব, সিনেবাজ ফিল্মসের সিইও শাম ইসলাম, ফিল্ম ক্লাবের বর্তমান সভাপতি আতিকুর রহমান লিটন, সাবেক সভাপতি মেহেদী সিদ্দিকী মনির, সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।
‘নোলক’ পরিবেশন করছে জাজ মাল্টিমিডিয়া, কনটেন্ট পার্টনার ববস্টার ফিল্মস ও মার্কেটিং কনসালটেন্ট থ্রি আর মিডিয়া।
-
অথচ মাধুরী চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট হতে
-
অ্যান্ড্রু সাইমন্ডস: ছিলেন এক বলিউড সিনেমাতেও
-
যুদ্ধের মধ্যে ইউরোভিশন জয় ইউক্রেইনের
-
আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত নুহাশের ‘মশারি’
-
মোশাররফ করিম ও মিমের নাটক ‘মনের মানুষ’
-
পরীমনির সমুদ্রস্নান
-
সালমান খানের আরেক ভাইর সংসারও ভাঙল
-
প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্যাটরিনা
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- নাঈমের ৬ উইকেট, ১৯৯ রানে শেষ ম্যাথিউস