দুরন্ত টিভিতে কুইজ শো ‘চার ছক্কা মারপ্যাঁচ’

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দুরন্ত টিভিতে আসছে কুইজ শো ‘চার ছক্কা মারপ্যাঁচ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 12:24 PM
Updated : 26 May 2019, 01:11 PM

আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ, একই দিনে শুরু হবে এই কুইজ শো। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে, এই কুইজ শোতেও ১০টি দল অংশ নিবে, দলগুলোর নামও হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ বিশ্বকাপে অংশ নেওয়া সবগুলো দলের নাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বকাপ ক্রিকেটের সিডিউলের মতোই  লীগ পদ্ধতিতে খেলা হবে প্রথম রাউন্ড। শীর্ষ ৪টি দল খেলবে সেমি-ফাইনালে ও সেমিফাইনালে বিজয়ী দল খেলবে ফাইনালে।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।

তিনি জানান, ক্রিকেট খেলতে হলে অথবা দেখতে হলেও জানতে হয় এই খেলার নিয়ম কানুন, ইতিহাস, পরিসংখ্যান, ব্যাটিং, বোলিং, কিপিং, ফিল্ডিং ও সিগন্যালসহ আরো অনেক কিছু। ক্রিকেট সম্পর্কে শিশু-কিশোরদের ব্যপক আগ্রহ রয়েছে। তাই ক্রিকেটের নানা খুটিনাটি প্রশ্ন নিয়েই এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

অনুষ্ঠানে থাকবে দুজন সঞ্চালক, তারা ক্রিকেট আম্পায়ারের সাজে হাজির হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবে আর্য মেঘদুত ও জয়েৎ কল্যাণ। প্রতিটি দলে থাকবে ৪ জন করে খেলোয়াড়।

ঢাকা শহরের ৩০টি স্কুলের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে সেরা ১০টি দল বাছাই করা হয়েছে।

কুইজ অনুষ্ঠানটি দুরন্ত টেলিভিশনে প্রচার করা হবে ৩০ মে থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা ও রাত সাড়ে ৯টায়।