মোরগ লড়াই নিয়ে টেলিফিল্ম ‘দোস্ত দুশমন’

ঐতিহ্যবাহী মোরগ লড়াই নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দোস্ত দুশমন।’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 10:01 AM
Updated : 25 May 2019, 10:01 AM

অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। টেলিফিল্মটির মূল গল্পও তার। যৌথভাবে তার সঙ্গে চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম।

নির্মাতা বলেন, “২ বছর আগে এ গল্পটি মাথায় আসে। এরপর বিভিন্নভাবে মোরগ লড়াই তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য সাজিয়েছি। রাজধানীর বসিলায় ৫ তলা একটি বাড়িতে ২০ বছর ধরে লড়াইয়ের অংশ নেওয়া মোরগ পালন করেন এক ব্যক্তি। এই মোরগগুলো বিভিন্ন জেলায় মোরগ লড়াইয়ে অংশ নেয়।সেখান থেকে ৪০টি মোরগ এনে শুটিং করেছি।”

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মিশু সাব্বির, প্রভা, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট।

সূত্রাপুর, বসিলা, গেণ্ডারিয়ার, লালবাগ বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে।

নির্মাতা জানান, আসছে ঈদে এনটিভির প্রচার হবে টেলিফিল্মটি।