মঞ্চে তাড়ুয়ার ‘লেট মি আউট’-এর দুই প্রদর্শনী

প্রযোজনা ভিত্তিক নাট্যদল তাড়ুয়ার নতুন নাটক ‘লেট মি আউট’ আসছে মঞ্চে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 03:10 PM
Updated : 13 May 2019, 03:10 PM

রুনা কাঞ্চনের রচনায় বাকার বকুলের নির্দেশনায় মঞ্চে আসছে নাটক ‘লেট মি আউট’। বাংলাদেশ মহিলা সমিতির নিলীমা ইব্রাহীম মঞ্চে আসছে নাট্যদলটির প্রথম নাটক ‘লেট মি আউট’।

১৯২৮ সালের লস এ্যাঞ্জেলস্ পুলিশ ডিপার্টমেন্ট এলএপিডি। যাদের রয়েছে স্পেশাল ফোর্স ‘গান স্কোয়াড’। এমন এক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্রিস্টিন কলিন্স নামে এক মায়ের অভিযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকটির গল্প।

নয় বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে ক্রিস্টিন পুলিশ ডিপার্টমেন্টের দারস্থ হয়। ক্রিস্টিন কলিন্স ফিরে পেতে চায় তার প্রকৃত সন্তান, কিন্তু প্রসাশনিক সিস্টেম এর জটিলতায় অসহায় হয়ে পড়ে ক্রিস্টিন। এদিকে বিচার বহির্ভুত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসার আত্মদ্বন্দে ভোগে। লস এঞ্জেলেস এর নাগরিক জীবন ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। শহরের শান্তি ফিরিয়ে আনতে প্রোটেস্ট্যান্ট গীর্জার ফাদার মিসেস ক্রিস্টিন কলিন্স এর পাশে দাঁড়ায়।

মঞ নাটকে আগ্রহীদের জন্য নাট্যদল তাড়ুয়া একটি ওপেন প্লাটফর্ম। লেট মি আউট দিয়েই তাদের যাত্রা শুরু। দলসূত্রে জানা যায়, আগামী ১৭-১৮ মে পরপর দুইদিন নাটকটির ৩য় ও ৪র্থ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে নাটকগুলোর প্রদর্শনী।