চিকিৎসকদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন এ অভিনেতা ছোটভাই সালেহ জামান।
“আগের তুলনায় তার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি ঘটেছে। তার ঔষুধে কাজ শুরু করেছে।”
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের প্রধান একেএম মোশাররফ হোসেন এ অভিনেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
গত ২৬ এপ্রিল এ অভিনেতাকে অসুস্থ অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শারিরীক অবস্থা বিবেচনায় পরদিনই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের তিনদিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কবে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত করতে পারেননি তার ছোটভাই।
৮৮ বছর বয়সী এ অভিনেতা আলী আজগর হাসপাতালের অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।