দায়িত্বে থাকছেন চলচ্চিত্র অনুদান কমিটির ৪ সদস্য

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চলচ্চিত্র অনুদান কমিটির চার সদস্য।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 01:29 PM
Updated : 2 May 2019, 01:29 PM

অনুদানের চলচ্চিত্র নির্বাচনে মন্ত্রণালয়ের ‘একক’ সিদ্ধান্ত নেওয়ায় অভিযোগ তুলে রোববার তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ১২ সদস্যের চলচ্চিত্র অনুদান কমিটির চার সদস্য নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মামুনুর রশিদ ও মতিন রহমান।

তাদের পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে চার সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন তোলে মন্ত্রণালয়।

এরপর সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার মিন্টু রোডের সরকারি বাড়িতে পদত্যাগীদের নিয়ে বৈঠকে বসেন।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সব সদস্য তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখছেন।

“যে চারজন সদস্য পদত্যাগ করার কথা বলছিলেন, বৈঠকের পর তারা কমিটিতে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার কথা তথ্যমন্ত্রীকে জানান।”

এবারের অনুদান সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তথ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগ করা হলে নাট্যজন মামুনুর রশিদ তাদের কমিটিতে ফেরার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের দায়িত্বে থাকছি।”

চলচ্চিত্র নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও কোনটি কিংবা কোনগুলো নিয়ে আপত্তি থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, তা স্পষ্ট করেননি তিনি।

তবে তথ্য মন্ত্রণালয়ের বুধবারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি' এবং ইনামুল হকের '১৯৭১-সেইসব দিন' দুটি চলচ্চিত্রের বিষয়ে ওই চারজন ‘অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন’।