মঞ্চে উঠছে ‘সূতায় সূতায় হ্যানা ও শাপলা’

থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘সূতায় সূতায় হ্যানা ও শাপলা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 01:54 PM
Updated : 25 April 2019, 01:54 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। আনিকা মাহিনের লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন রোকেয়া রফিক বেবী।

এ নাটকটি মূলত পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর উপাখ্যান। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেয়া সুইডেনের এক সূচশিল্পী। অন্যদিকে শাপলা বাংলাদেশের এক গার্মেন্টেসের শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্প কথন।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবীর সায়েম, সহযোগী রানা সিকদার,সংগীত পরিকল্পনা: সেলিম মাহবুব, কোরিওগ্রাফি: সঙ্গীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দকী, আলোক পরিকল্পনা: নাসিরুল হক।

অভিনয় করছেন সুজন রেজাউল, সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ।

নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব, গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন। কিবোর্ডে বিপ্লব সরকার পার্কাশনে বাবু ইসলাম, গিটারে সুজন রেজাউল ও বিপ্লব সরকার।