শুটিংয়ে ‘রিকশা গার্ল’ নভেরা

যাকে ঘিরে আবর্তিত হয়েছে নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের গল্প সেই ‘নাঈমা’র চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়ালেন উঠতি অভিনয়শিল্পী নভেরা রহমান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2019, 03:26 PM
Updated : 22 April 2019, 03:28 PM

নভেরাসহ চলচ্চিত্রের নির্মাতা-কলাকুশলীরা এখন পাবনায় অবস্থান করছেন। সপ্তাহখানেক ধরে গোপনীয়তার মধ্যে চলচ্চিত্রের দৃশ্যধারণ চলছে। প্রথম দফায় শুটিং শেষে আগামী সপ্তাহেই রাজধানীতে ফেরার কথা রয়েছে তাদের। টানা দুই মাস শুটিং চলবে এ চলচ্চিত্রের।

শুটিংয়ের ফাঁকে নভেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুটিং শেষ হওয়ার আগেই নিজের চাল-চরিত্র নিয়ে মুখ খুলতে বারণ করেছেন নির্মাতা। চরিত্র নিয়ে নির্মাতাও কোনও তথ্য দিতে চাননি।

তবে এর আগে ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজে (আইএমডিবি) জানানো হয়, এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান। সঙ্গে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

গুণী অভিনয়শিল্পী মোমেনা রহমানের মেয়ে নভেরা এর আগে বেশকিছু চলচ্চিত্র ও তথ্যচিত্রে ক্যামেরার পেছনে কাজ করেছেন। অভিনয় করেছেন রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন অমিতাভ রেজা।

গত বছরের নভেম্বরে রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত এক আলোচনায় মিতালী বোস ও অমিতাভ রেজার সঙ্গে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন নভেরা।

অনুষ্ঠানে ‘রিকশা গার্ল’ হিসেবে নভেরাকেই পরিচয় করানো হয়। পরে এ লেখিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “অনুষ্ঠানে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সত্যিই এটা খুব আনন্দের; স্বপ্নটা সত্যি হচ্ছে।”

গল্পে দেখা যাবে, মুখ্য চরিত্র ‘নাঈমা’ পরিবারকে সাহায্য করার জন্য কিছু বাড়তি আয়ের আশায় পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাটিকেই কিছু একটার সাথে ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলে নাইমা।

গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটিতে ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা পেইন্টিংকে তুলে ধরবেন অমিতাভ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হবে অ্যানিমেশনও।

উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। পরিচালকের পাশাপাশি ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।