ভারতে নির্বাচনী প্রচারে ফেরদৌস

ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 01:02 PM
Updated : 15 April 2019, 01:02 PM

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে ফেরদৌস প্রচারে নেমেছেন বলে খবর দিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ এইটটিন।

নির্বাচনী সজ্জায় সজ্জিত একটি হুডখোলা গাড়িতে ফেরদৌসের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ছবিতে তার পাশে কলকাতার দুই অভিনয়শিল্পী পায়েল সরকার ও অঙ্কুশকেও দেখা গেছে।

সোমবার বিকেলে বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও নিশ্চিত করেছেন ফেরদৌস।

‘প্রযোজকের অনুরোধে’ এ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানালেন তিনি।

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতায় অবস্থান করছেন তিনি। 

“বোলপুরে ছবিটির শুটিং চলছিল। আমার এক পরিচিত প্রডিউসারের অনুরোধে তৃণমূলের প্রচারে যোগ দিয়েছিলাম। আর কিছু না।”

তার নির্বাচনী প্রচারে এ অভিনেতার অংশ নেওয়াকে কেন্দ্র করে বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি।

পশ্চমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিদেশি নাগরিকের নির্বাচনী প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির গণমাধ্যমে।

তিনি বলেন, “ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল একজন বিদেশি নাগরিককে দিয়ে কিভাবে প্রচারণা চালাচ্ছে?

আগামীকাল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন।”

বিজেপির তরফ থেকে এ ঘটনার নিন্দা জানানো হলেও তৃণমূল প্রার্থী কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মোশারফ হোসেন দেশটির গণমাধ্যমকে বলেন, “ফেরদৌস বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে রোড শো’তে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম; তিনি অনুরোধ রেখেছেন।”

ফেরদৌস জানান, ছবির শুটিং তিনি ভারতে গিয়েছেন। শুটিং শেষে শিগগিরই ঢাকায় ফিরবেন।

ঢাকার এ অভিনেতা কলকাতায়ও বেশ জনপ্রিয়। ১৯৯৮ সালে কলকাতার বাসু চ্যাটার্জির 'হঠাৎ বৃষ্টি' চলচ্চিত্রের অভিনয় করে খ্যাতি পাওয়া এ অভিনেতা কলকাতায় এ পর্যন্ত ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে ‘মিট্টি’ নামে একটি বলিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।