সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র

৯ম সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2019, 12:44 PM
Updated : 13 April 2019, 12:44 PM

ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক সার্ক চলচ্চিত্র উৎসব। আগামি ৭-১২ মে শ্রীংলকার রাজধানী কলম্বো’র ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের ‘দি সিনেমা’ হলে প্রদর্শিত হবে সার্ক ভুক্ত দেশসমূহের ১টি মাস্টার চলচ্চিত্র, ২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাছাইয়ে ‘মাষ্টার ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ এবং নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিন পরিচালিত ‘কোয়ার্টার মাইল কান্ট্রি’এবং চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করেছেন উৎসবের বাংলাদেশী পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ। তিনি জানান, আগামি ৭ মে উদ্বোধনী উৎসবের মধ্যে দিয়ে সার্কভুক্ত দেশ সমূহের ৫টি করে চলচ্চিত্র নিয়ে উৎসবের পর্দা উঠবে।

৯ মে অনুষ্ঠিত হবে সার্কভুক্ত দেশসমূহের নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি কর্মশালা এবং ১২ মে উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে ৯ম সার্ক চলচ্চিত্র উৎসবের সমাপনী হবে।