দেবলীনার গানচিত্র ‘খেলাঘর’

পহেলা বৈশাখে সংগীতশিল্পী দেবলীনা সুরের কণ্ঠে গানচিত্র আকারে প্রকাশ হচ্ছে রবীন্দ্রসংগীত ‘খেলাঘর’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 12:40 PM
Updated : 10 April 2019, 12:40 PM

এ শিল্পীর ‘কী হাওয়ায় মাতালো’ শিরোনামে অডিও অ্যালবাম থেকে গানচিত্র নির্মাণ করা দ্বিতীয় গান এটি। এটির শুটিং হয়েছে ভারতের বোলপুর, শান্তিনিকেতনের খোয়াই হাট, শালবন ও সাঁওতাল পল্লীতে। গানচিত্রটি পরিচালনা করেছেন সুমন সাহা।

গানের সংগীত আয়োজন করেছেন ভারতের সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য্য; যিনি সম্প্রতি ‘সোয়েটার’ চলচ্চিত্রের ‘প্রেমে পরা বারণ’ শিরোনামে ইউটিউবে সাড়া জাগানো গানের সংগীত পরিচালনা করেছেন।

দেবলীনা সুর বলেন, “তার অ্যালবাম থেকে এর আগে ‘মোর ভাবনারে কী হাওয়ায়’র মিউজিক ভিডিও প্রকাশের পর শ্রোতা-দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম থেকে আরেকাট গানের ভিডিও করলাম। ”

চিত্রগ্রহণ করেছেন অতনু সর ও অজিত মাইতি। পহেলা বৈশাখের আগেই গানের ভিডিওটি গানওয়ালার ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী।

এছাড়া ভারতের আকাশ আটসহ দেশের টিভি চ্যানেল গুলোতে গানটি প্রচারিত হবে।