বনানীতে আগুন: রেডিও টুডের সরাসরি সম্প্রচার বন্ধ

রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে আগুন লাগার পর রেডিও টুডের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 11:46 AM
Updated : 28 March 2019, 12:29 PM

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবন এফ আর টাওয়ারের পাশের আওয়াল সেন্টারের ১৯তলায় রেডিও টুডের কার্যালয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে তার উত্তাপ ও ধোঁয়া তাদের ভবনেও ছড়িয়ে পড়ে বলে রেডিও টুডের হেড অব প্রডিউসার ফখরুল শাওন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফআর টাওয়ারের পাশেই আমাদের কার্যালয়। আগুন লাগার পর আমরা নিরাপদে নেমে এসেছি।

“আমাদের রেডিওর সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে। তবে ধারণকৃত (রেকর্ডেড) অনুষ্ঠান সম্প্রচার চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরাসরি সম্প্রচার শুরু হবে।”

ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট এফ আর টাওয়ারের আগুন নেভানোর কাজ করছে। বিকাল পৌনে ৬টার দিকেও ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

ভবনের বিভিন্ন তলা থেকে আটকাপড়া অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।