ঘুড্ডির দেশের গানের অ্যালবাম ‘মানচিত্র’

স্বাধীনতা দিবসে সাতটি দেশের গান নিয়ে ‘মানচিত্র’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করলো ‘ঘুড্ডি’ ব্যান্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 03:35 PM
Updated : 27 March 2019, 12:02 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুরকার জাভেদ আহমেদ কিসলু, বিটিভির নির্বাহি প্রযোজক ফজলে আজিম জুয়েল ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার। 

অ্যালবামে মোট ছয়টি গান থাকছে। আর একাত্তরের চিঠি থেকে একটি পাঠ রয়েছে। এর মধ্যে চারটি গান লিখেন নীল মাহবুব। বাকি দুটির গান লিখেছেন তনু ও রবিন। 

ঘুড্ডির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অ্যালবামের চারটি গানের গীতিকার নীল মাহবুব।

তিনি গ্লিটজকে বলেন, “কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে নয়, দেশপ্রেমের তাগিদ থেকেই অ্যালবামটি করেছি আমরা।

“এই সময়ে এসে হারিয়ে যাওয়া বাংলা শব্দ খুঁজতে বিজ্ঞাপন করতে হচ্ছে। সেটা মাথায় রেখেই ‘বর্ণ’ শিরোনামে একটি গান থাকছে অ্যালবামে। যাতে পরবর্তী প্রজন্মকে বিজ্ঞাপন দিয়ে হারানো শব্দ খুঁজে আনতে না হয়।”

‘বর্ণ’ ছাড়াও অ্যালবামে থাকছে ‘শহর কথন’, ‘বীরশ্রেষ্ঠ’, ‘মানচিত্র’, ‘তুমি’ ও ‘স্মরণী ৭১’ শিরোনামে গান থাকছে। 

ঘুড্ডির সদস্যরা হলেন সুমন (গিটার), অদিত (কীবোর্ড), ফায়সাল (ভোকাল), অনিক (ড্রামস), মামুন (গিটার), জয়( গিটার) ও আসিফ (আবৃত্তি)।