ডিসেম্বরে আসছে ‘মাস্তুল’

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে অভিনয়শিল্পী ফজলুর রহমার বাবু অভিনীত চলচ্চিত্র ‘মাস্তুল’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 11:01 AM
Updated : 26 March 2019, 11:01 AM

এটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান; গল্প ও চিত্রনাট্যও তার। সিনেমাকারের প্রযোজনায় চলচ্চিত্রটি কো-ডিরেক্টর হিসেবে আছেন যুবরাজ শামীম, চিত্রগ্রহণে মোহাম্মদ আরিফুজ্জামান।

৭ মার্চ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ছবির শুটিং শুরু হয়। এর সিংহভাগ শুটিং হয়েছে চলন্তজাহাজে, শীতলক্ষ্যা থেকে মেঘনার পথে। ২০ মার্চ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ হয়েছে। শেষ লটের শুটিং আগামী মাসের শুরুর দিকে হবে।

জাহাজীদের গল্প নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রে বুড়ো মকবুলের চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে।

ছবির গল্প সম্বন্ধে নির্মাতা জানান, একটি তেলবাহী জাহাজে রান্নার কাজ করে বুড়ো মকবুল। জাহাজের সবার মঙ্গল কামনা করে সে। কিন্তু খালাসিরা তাকে মনে করে মালিকের গুপ্তচর, তাই অবজ্ঞা ছাড়া প্রতিদান সে আর কিছুই পায় না। এক বন্দরে জাহাজ ভীড়লে তার সাথে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা।

মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলে। কিন্তু নূরাকে কেন্দ্র করে অন্য খালাসিদের সাথে তৈরি হতে থাকে জটিলতা। এক পর্যায়ে মকবুল বাধ্য হয় নূরাকে অনিশ্চিত এক বন্দরে নামিয়ে দিতে, সাথে দিয়ে দেয় তার জীবনের সমস্ত সঞ্চয়।

ফজলুর রহমান বাবু ছাড়াও এতে অভিনয় করেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল , জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত, শিশুশিল্পী আরিফ।