‘আমি অহন রিশকা চালাই’

‘আমি অহন রিশকা চালাই’ গানের শিল্পী ফকির আলমগীরকে যাত্রীর আসনে বসিয়ে রিকশার প্যাডেল চাপতে দেখা গেল প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 11:30 AM
Updated : 4 March 2019, 11:30 AM

দুই বন্ধুর এমন কয়েকটি স্থিরচিত্র ফেইসবুকে পোস্ট করে ফকির আলমগীর লিখেছেন লিখেছেন, “আমি অহন রিশকা চালাই বসুন্ধরায়।”

প্রিয় দুই শিল্পীকে একফ্রেমে পেয়ে আপ্লুত হয়েছেন ভক্তরা; দুই বন্ধুর জন্য শুভকামনা জানিয়েছেন তারা। কমেন্টে কেউ কেউ গানের নায়িকা সখিনাকেও খুঁজে ফিরেছেন।

ফকির আলমগীর গ্লিটজকে জানান, একটি পত্রিকার ফটোসেশনে অংশ নিতে বসুসন্ধরায় হাজির হয়েছিলেন তারা। ফটোসেশসের ফাঁকে ছবিগুলো তোলা হয়েছে।

“ফেরদৌস বলল, তুমি রিকশায় বসো; আমি চালাই। আমাদের বন্ধুত্বের শক্তি সখিনাকেও ছাপিয়ে গেছে।”, বলেন তিনি।

দুজনের বন্ধুত্বের বয়স ৪৮ বছর পেরিয়ে গেছে; জমা হয়েছে হাজারো স্মৃতি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গানের মঞ্চে পরিচয় তাদের। সেই থেকে দুজনের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।

ফকির আলমগীরের তুমুল জনপ্রিয় গান ‘আমি অহন রিশকা চালাই’ ১৯৮২ সালের বিটিভিতে জুয়েল আইচের উপস্থাপনায় আনন্দমেলা অনুষ্ঠানে প্রথম প্রচার হয়েছিলো। গানটি লিখেছেন আলতাফ আলী হাসু। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর।