৬০ প্রেক্ষাগৃহে 'অন্ধকার জগত

দেশজুড়ে শুক্রবার থেকে ৬০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ডিএ তায়েব ও মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘অন্ধকার জগত’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 11:19 AM
Updated : 23 Feb 2019, 11:19 AM

ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বদিউল আলম খোকন। এ নির্মাতা বলেন, “আমার সর্বোচ্চ মেধা দিয়ে ছবিটি বানিয়েছি। আশাকরি, এটি পয়সা উসুলের ছবি হবে।”

ডিএ তায়েব বলেন, “প্রেম, বিরহ, পারিবারিক টানাপড়েন, অ্যাকশন সবকিছুই শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকার জগতে।”

গেল ১৬ ফেব্রুয়ারি এফডিসির একটি ফ্লোরে 'অন্ধকার জগত' ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, চিত্রনায়ক শাকিব, ডিএ তায়েবসহ অনেকেই। প্রিমিয়ারে ছবিটি দেখে সবাই প্রশংসা করেন। নায়ক শাকিব খান নিজেও এ ছবির জন্য শুভকামনা জানান এবং হলে গিয়ে দেখার আহ্বান জানান।  

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ প্রমুখ। এটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।