হাসপাতালে কুদ্দুস বয়াতি, প্রধানমন্ত্রীর সহায়তা চায় পরিবার

খাদ্যনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি আছেন লোকগানের শিল্পী কুদ্দুস বয়াতি; উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করছেন তার পরিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 11:37 AM
Updated : 20 Feb 2019, 11:37 AM

শিল্পীর ছেলে আলমগীর কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তাররা বলেছেন, দেশের বাইরে চিকিৎসা করালে বাবা দ্রুত সুস্থ হবেন; খরচ হবে ৩০ লাখ টাকা। কিন্তু আমাদের বাইরে চিকিৎসা করানোর মতো সামর্থ নেই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনার সহযোগিতায় আমার বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।”

গত সপ্তাহ ধরেই খাদ্যনালী ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন এ শিল্পী; রোববার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডা. মানবেন্দ্র বিশ্বাসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শিল্পীর ছেলে জানিয়েছেন, কোনো খাবার খেতে পারছেন না; শুধুমাত্র স্যালাইনের উপর নির্ভর করতে হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান পেয়েছিলেন কুদ্দুস বয়াতি।

নব্বইয়ের দশকে ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ গান গেয়ে শ্রোতামহলে পরিচিত পাওয়া এ শিল্পী হ‌ুমায়ূন আহমেদের লেখা বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন। অল্প কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন তিনি।