কপিরাইট আইন নিয়ে কর্মশালা

বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে ‘বাংলাদেশ কপিরাইট আইন বাস্তবায়ন: সমস্যা ও সমাধান’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয় শনিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 12:41 PM
Updated : 16 Feb 2019, 12:41 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় কপিরাইট অফিসের কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল।

কর্মশালায় কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন জটিলতা, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রস্তাবিত কপিরাইট আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী এবং বিশ্বের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে আইনটিকে আরো শক্তিশালী, যুগপোযোগী ও বাস্তবায়নযোগ্য করে তোলার পরামর্শ দেয়া হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আইপি ( ইন্টালেকচুয়াল প্রপার্টি) এসোসিয়েশনের, সভাপতি এ্যাডভোকেট গাজী নেয়ামত।

কর্মশালায় আইপি সম্পর্কিত ৪৫ জন আইনজীবী ছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।