যে গান নিয়ত বাজে তার শ্রোতার কানে

আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরের জনপ্রিয় কিছু গান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 09:09 PM
Updated : 22 Jan 2019, 09:09 PM

আহমেদ ইমতিয়াজ বুলবুল যেন বাংলা গানের শ্রোতাদের হৃদয় পড়েছিলেন। তার লেখা ও সুর করা গানের অধিকাংশই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তার গান গেয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছেন অসংখ্য শিল্পী। ১৯৭৬ সাল থেকে নিয়মিত গানে মনোনিবেশ করেন তিনি। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনকচাঁপাসহ বাংলাদেশি প্রায় সব জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে তিনি তুলে দিয়েছেন তার অমীয় সুর সুধা। প্রায় চার দশক শ্রোতাদের মনে সুরের ঢেউ জাগিয়ে অবশেষে থামলেন তিনি। মঙ্গলবার তার চিরপ্রস্থানে কাঁদছে অগণিত ভক্তহৃদয়।

তার জনপ্রিয় গানের দীর্ঘ তালিকা থেকে কিছু গান শ্রোতাদের জন্য তুলে ধরা হলো-

সব কটা জানালা। কথা: নজরুল ইসলাম বাবু। সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: সাবিনা ইয়াসমিন

 

সেই রেললাইনের ধারে। কথা: রফিকুজ্জামান। সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: সাবিনা ইয়াসমিন

 

আমার সারাদেহ খেয়োগো মাটি। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল

 

আমার গরুর গাড়িতে। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী

 

আমি তোমারই প্রেম ভিখারী। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: সৈয়দ আবদুল হাদী

 

পৃথিবীতো দু’দিনেরই বাসা। কথা: রফিক-উজ-জামান। সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমীন

 

তুমি আমার এমনই একজন। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: কনক চাঁপা

 

একাত্তরের মা জননী। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: রুনা লায়লা ও আগুন

 

অনেক সাধনার পরে আমি। কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিল্পী: খালিদ হাসান মিলু ও কনক চাঁপা

 

আমার দুই চোখে দুই নদী: কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল