‘পাঠশালা’র প্রিমিয়ার দুরন্ত টিভিতে

দুরন্ত টেলিভিশনে শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’র টেলিভিশন প্রিমিয়ার হবে শুক্রবার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 12:23 PM
Updated : 21 Jan 2019, 12:23 PM

দুরন্ত টিভির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলচ্চিত্রটি শুক্রবার রাত ১০ টায় ও শনিবার বিকাল ৩ টায় প্রচারিত হবে।

এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা জুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।

চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, দশ বছর বয়সী মানিককে জীবনের কঠিন বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয়। জীবিকার তাগিদে ঢাকায় এসে কাজ নেয় গাড়ির ওয়ার্কশপে। দিনভর অমানবিক পরিশ্রম করেও স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না মানিক। তার এই স্বপ্নপূরণের লড়াইয়ে এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি।

মানিকদের মতো আরো হাজারো শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে ‘পাঠশালা’, যার মূল শ্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’।

রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা।

অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন, আমিরুল ইসলাম বাবু প্রমুখ।