মুক্তি পেছালো তৌকিরের ‘ফাগুন হাওয়ায়’

এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 01:14 PM
Updated : 20 Jan 2019, 01:14 PM

৮ ফেব্রুয়ারী মুক্তির কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারী বড়পর্দায় আসছে তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ । তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

তৌকির বলেন, “কিছু অভ্যন্তরীণ জটিলতায় এক সপ্তাহ পিছিয়ে দিতে হলো মুক্তির তারিখ। যেহেতু এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত, ভাষার মাসে মুক্তি পাওয়াই প্রাসঙ্গিক। আশা করছি, আগামী ১৫ ফেব্রুয়ারী মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’। ”

চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে আছে অভি কথাচিত্র।

এদিকে, রবিবার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ট্রেলার। ২ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারে ভাষা আন্দোলনের সময়চিত্র ফুটিয়ে তুলেছেন তৌকির আহমেদ। চলচ্চিত্রে নবাগত ছোটপর্দার সিয়াম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রতিষ্ঠিত অভিনেত্রী তিশার বিপরীতে। ভাষা আন্দোলনের মিছিলে শ্লোগানে শ্লোগানে যেমন দেখা গেলো তাদের দুজনকে তেমনি প্রেমময় কথোপকথনেও জড়িয়েছেন তারা। 

অন্যদিকে, পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে বলিউডের শক্তিমান অভিনেতা যশপাল শর্মার উপস্থিতি ছিলো তৎকালীন পাকিস্তানী শাসকের প্রতীক হিসেবেই। বরাবরের মতোই বৈচিত্রময় চরিত্রে হাজির হচ্ছেন ফজলুর রহমান বাবু।

চলচ্চিত্রটি প্রসঙ্গে তৌকীর আহমেদ জানান, ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। খুলনার পাইকগাছা ও এর আশেপাশের এলাকায় ও সেখানকার বিশাল খোলা প্রান্তরের জনপদেই ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শুটিং হয়।

এ ছবিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।