আত্মপ্রকাশ করলো সহকারী পরিচালকদের সংগঠন ‘ট্যাডোব’

টেলিভিশন নাটক নির্মাণের পেছনের কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সহকারী পরিচালকরা। শুক্রবার এক সাধারণ সভার মাধ্যমে যাত্রা শুরু করলো তাদের সংগঠন টেলিভিশন এ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব)।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2019, 11:04 AM
Updated : 19 Jan 2019, 11:04 AM

গঠিত হলো টেলিভিশন নাটকের সহকারী পরিচালকদের সংগঠন টেলিভিশন এ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ-এর প্রথম কমিটি। শুক্রবার বিকেলে রাজধানীর বিএফডিসি’র জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এক সাধারণ সভায় কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে জীবন রায় এবং সাধারণ সম্পাদক হিসাবে রাজ্জাক রাজ'কে নির্বাচিত করা হয়।

সাধারণ সভায় সংগঠনের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন, ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক  আহসান হাবীব নাসিম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুলসহ প্রমুখ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি টেলিভিশন মিডিয়ার নাটকসহ সকল অনুষ্ঠান নির্মাণশৈলীর সাথে যুক্ত সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করবে।

সাধারণ সভার মাধ্যমে দুই বছরের আহ্বায়ক কমিটি ভেঙে সাংগঠনিক প্রক্রিয়া চুড়ান্ত করা হয়। এতে গঠনতন্ত্রসহ ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটি বিগত ২ বছরের অর্থনৈতিক আয় ব্যায় সক্রান্ত হিসাব তুলে ধরে।

সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র পাঠের মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হয়।