ইউটিউবে আসছে ‘টাকলু’

মাথার টাক গোপন করে বিয়ে; তার জেরে বাসর রাতেই জটিলতার শুরু। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘টাকলু’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 10:20 AM
Updated : 14 Jan 2019, 10:24 AM

কৃষাণ কুমারের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাজিব রসুল। টাকলু চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার অভিনয়শিল্পী আ খ ম হাসান। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের প্রতিযোগী প্রথমাকে।

গত শুক্রবার রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে শুটিংয়ের ফাঁকে কথা হয় অভিনেতা হাসানের সঙ্গে।

নাটকের গল্প শুনিয়ে গ্লিটজকে তিনি বলেন, “আমার মাথায় কোনও চুল নেই। বিষয়টি গোপন করেই বিয়ে হয়। বাসর রাতে টাক মাথা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। টাক মাথাকে ঘিরে স্ত্রীর সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হয়।”

পরে টাকলুর মাথায় হেয়ার ইমপ্ল্যান্ট করা হলে নাটকের গল্প ভিন্ন দিকে বাঁক নেয় বলে জানান নির্মাতা রাজিব রসুল।

তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে ইউটিউবে নাটকটি প্রকাশ করা হবে।