স্টার সিনেপ্লেক্সে কিয়ানু রিভসের ‘রেপ্লিকাস’

ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে হলিউডের নির্মাতা জেফ্রে নাচম্যানফ পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার মুভি ‘রেপ্লিকাস’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 01:29 PM
Updated : 11 Jan 2019, 01:29 PM

এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। এখানে তাকে দেখা যাবে সিনথেটিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে, যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।

বিশ্বে মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে বেশ কিছু দিন ধরে। ভবিষ্যৎ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে। এর মধ্যেই সেই ঘরানার কাহিনী নিয়ে হলিউডে নির্মিত হলো ‘রেপ্লিকাস’। ছবিটির চিত্রনাট্য লিখেছেন চাদ সেন্ট জন। 

সম্প্রতি ফিনল্যান্ডের নাইট ভিশনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রশংসা পেয়েছে চলচ্চিত্রটি। একে বর্তমান সময়ের একটি সাহসী নির্মাণ বলে অভিহিত করেছেন অনেকে। 

মূল চরিত্রে কিয়ানু রিভসের অভিনয় আকৃষ্ট করেছে দর্শকদের।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।