দ্বৈত চরিত্রে শিমু

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নির্মিত ‘জয়তু’ নামে একটি নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী সুমাইয়া শিমু।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 04:05 PM
Updated : 13 Dec 2018, 04:05 PM

নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব বীরাঙ্গনা বাণী ইসলাম ও তার বিদেশফেরত মেয়ে সিলভিয়ার চরিত্রে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন জহির করিম ও পরিচালনা করেছেন সীমান্ত সজল।

নাটকের গল্পে যাবে, বাণী ইসলাম নামে এক ষাটোর্ধ্ব বীরাঙ্গনার একমাত্র মেয়ে সুমাইয়া। যার কোন পিতৃ পরিচয় জানা নেই। কানাডা প্রবাসী সিলভিয়া তার স্বামী স্ট্যাফিনের সহায়তায় তার মাকে খুঁজে পেয়ে প্রতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসেন; এক মাসের জন্য মায়ের কাছে থাকেন। তার মা স্মৃতিশক্তি হারিয়েছে ফেলেছেন। বাণীর বাল্যকালে বন্ধু শায়না বাসায় আসে।

শায়নার কাছ থেকে সিলভিয়া তার মায়ের ১৯৭১ সালের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে চায়। শায়না বলতে থাকে বান্ধবীর মেয়েকে। সেই গল্পেই নির্মিত হয়েছেন নাটকটি।

নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, রওনক হাসান, ইশরাত চৈতী রায় প্রমুখ। নাটকটি প্রচার হবে এসটিভিতে ১৪ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায়।