গানে গানে মাদক বিরোধী আহ্বান

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত কনসার্টে গানে গানে মাদক বিরোধী আহ্বান জানালেন সংগীত শিল্পীরা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 10:58 AM
Updated : 9 Dec 2018, 10:58 AM

বিশ্ববিদ্যালয়টির দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে এ কনসার্টের আয়োজন করা হয়। এতে দেশীয় ব্যান্ড ‘ব্ল্যাক’, ’পাওয়ারসার্জ’, ’ওউন্ড’ ও ’পার্পল হেইজ’ সংগীত পরিবেশন করেন।

গান শুরুর পূর্বে সকলে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সদ্য প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে।

পার্পল হেইজের ভোকাল নয়ন ইব্রাহিম বলেন, ”বাচ্চু ভাইকে মানুষের মাঝে জীবিত রাখবো আমাদের মিউজিক দিয়ে। তার জন্যই আমরা রক মিউজিক করতে পারছি।”

এরপর ’পার্পল হেইজ’ তাদের দর্শকপ্রিয় গানগুলো মঞ্চে গেয়ে শোনায়। পরবর্তী পর্বে মঞ্চে উঠে ’ওউন্ড’। ’ভাবান্তর’, ’আসক্তি’,’গর্ভ’- সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। ’পাওয়ার সার্জ’- এর গানও পুরোটা সময় বুদ করে রাখে দর্শকদের। 

সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠে প্রখ্যাত ব্যান্ড ‘ব্ল্যাক। ’আমার পৃথিবী’, ’উৎসবের পর’- এর মত জনপ্রিয় গানগুলো ছাড়াও ব্যান্ডটি তাদের নতুন এ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন।