তাদের মরণোত্তর চক্ষুদান

অন্ধজনের চোখে আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়শিল্পী হাসান ইমাম, লায়লা হাসান ও আজমেরি হক বাঁধন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 03:12 PM
Updated : 27 Nov 2018, 03:12 PM

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির তত্ত্বাবধানে তারা চক্ষুদান করবেন।

বাঁধন গ্লিটজকে জানান, মারা যাওয়ার পর সন্ধানীর ডাক্তাররা তার চোখের কর্ণিয়া সংরক্ষণ করবেন; যেটি অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পারবে।

তিনি বলেন, “আমরা সবাই চাই, আমাদের কাজের মাধ্যমে মানুষের মাঝে বছরের পর বছর বেঁচে থাকবে। আর যদি কোনো অঙ্গ দিয়ে যাই সেটা দিয়ে পৃথিবীর মানুষ বছরের বছর দেখবে-সেটার চাইতে তো আর বড় কিছু দানের নাই। একটি মানুষ পৃথিবীকে দেখতে পারবে; অন্ধকার জগতটা সুন্দর হবে আমার চোখের কর্ণিয়া দিতে। এটা আমার জন্য অনেক ভালোলাগার।”

তিনি তার ভক্তদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “ভক্তরা এগিয়ে এলে অনেক অন্ধ মানুষ চোখে আলো ফিরে পাবে।”