চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীকে স্মরণ

‘সূর্যদীঘল বাড়ি’খ্যাত নির্মাতা শেখ নিয়ামত আলী স্মরণে শিল্পকলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা আয়োজন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 10:26 AM
Updated : 21 Nov 2018, 10:26 AM

গুণী চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর ১৫তম প্রয়াণ দিবস আগামী ২৪ নভেম্বর। এ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে স্মরণ আলোচনা এবং শেখ নিয়ামত আলী নির্মিত চলচ্চিত্রের পাঠ ও বিশ্লেষণের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। 

প্রয়াণ দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালা শুরু হবে বিকাল ৩টায়। কর্মশালায় শেখ নিয়ামত আলীর চলচ্চিত্রের পাঠ ও বিশ্লেষণ উপস্থাপন করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। 

সন্ধ্যা ৬টায় শুরু হবে শেখ নিয়ামত আলী স্মরণ আলোচনা। স্মরণ আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট সংগীত পরিচালক আমানুল হক, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, প্রয়াত চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর কন্যা শর্বরী ফাহমিদা।

স্মরণ আলোচনার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী নির্মিত চলচ্চিত্র ’দহন’।

চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী বাংলাদেশের একজন গুণী চলচ্চিত্রকার। তার নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’ (যৌথভাবে), ‘দহন’ এবং অন্য জীবন’ বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে পূর্ব-বাংলা বা বাংলাদেশের আর্থ-সামাজিক ইতিহাসের এক অনবদ্য বয়ান। যা মানুষের জীবন ও জীবনযুদ্ধের ভেতর দিয়ে রূপায়িত হয়।