গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পেলেন কমলিকা

সংযুক্ত আরব আমিরাতের ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ পেলেন দুই বাংলার সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 11:46 AM
Updated : 19 Nov 2018, 11:46 AM

গ্লোবাল ইন্টারটেইন নামে একটি প্রতিষ্ঠানের তরফ থেকে শুক্রবার দেশটির দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন এ শিল্পী।

ভারত থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমলিকা চক্রবর্তী জানান, দুই বাংলার সংগীত জগতের মেলবন্ধনের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এটিই আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কার পেলে সংগীতশিল্পীর দায়িত্ব অনেক বেড়ে যায়। আগামীকে সার্বিকভাবে আরও ভালো ভালো কিছু কাজ করে যেতে চাই।”

কমলিকা ছাড়াও এ অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, উৎপল ফকির, মীর আফসার আলী, পিলু ভট্টাচার্য, স্বপ্নীল সজীবসহ আরও বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি সংগীতশিল্পী মিনার রহমানের কথা ও সুরে কমলিকার গাওয়র একটি গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

এ শিল্পী জানান, শিগগিরই কাজী নজরুল ইসলামকে নিয়ে বেশ কিছু কাজ নিয়ে হাজির হবে শ্রোতাদের সামনে।