রাইমা সেনের অভিনয়ে ধ্রুব গুহ’র গান অন্তর্জালে
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018 10:24 PM BdST Updated: 18 Nov 2018 10:24 PM BdST
জমকালো আয়োজনে মুক্তি পেলো পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা রাইমা সেন অভিনীত ধ্রুব গুহর গানের মিউজিক ভিডিও ‘তোমার উঁকিঝুঁকি’।
অন্তর্জাল নির্ভর সংগীত জগতে জনপ্রিয় গানের শিল্পী ধ্রুব গুহ। শুধু গানই নয়, গানের চিত্রায়নেও তার বাড়তি মনোযোগ বরাবরই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি তার নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’ শিরোনামের রোমান্টিক গানে যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। একমাস পর অন্তর্জালে মুক্তি পেলো গানটি।
গান মুক্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর অভিজাত একটি রেঁস্তরায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘তোমার উঁকিঝুঁকি’ গানের ভিডিও উন্মুক্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অপূর্ব, টিভিওয়ালা মিডিয়ার অমিত গাঙ্গুলি ও সৌভিক দাসগুপ্ত, আরিফুল ইসলাম মিঠু, আসিফ আকবর, আনজাম মাসুদ, ইথুন বাবু, আহমেদ রিজভী, ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, নাজির মাহমুদ, মারজুক রাসেল, তরুণ মুন্সী, সোহেল মেহেদী, জুয়েল মোর্শেদ, বেলাল খান, লুৎফর হাসান, অপু, ইমরান, পড়শী, পূজা, প্রতীক হাসান, কোনাল, শান, তানজিব সারোয়ার, কর্ণিয়া, শাহরিয়ার রাফাত, সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পুসহ আরও অনেকেই।

ধ্রুব গুহ বলেন- “বাংলা গানকে দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় করতেই আমি আমার এই গানে বাংলাদেশের সুপারস্টার অভিনেতা অপুর্ব’র সাথে ভারতের রাইমা সেনকে নিয়েছি। যাতে ওপার বাংলায় আমাদের গানের শ্রোতা তৈরি হয়। অপূর্ব এবং রাইমা সেনের অভিনয় যে কারো হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। আর আমি কণ্ঠে কতটা দরদ ঢেলেছি তা আমার শ্রোতা-দর্শকদের বিচারের অপেক্ষায় রইলাম।”
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং