এটিএন বাংলায় নতুন ধারাবাহিক ‘হাজার বত্রিশ’

এটিএন বাংলায় প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:59 PM
Updated : 14 Nov 2018, 02:59 PM

এটিএন বাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচার হবে নাটকটি।

পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর।

নাটকের গল্পে দেখা যাবে, স্ত্রীর ‍মৃত্যুর পর নিজের বাড়ির নিচতলাটা ভাড়া দিয়েছেন জাফর সাহেব। সমস্ত সুযোগ-সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চান না এই বাড়ীতে।

কি যেন এক রহস্য আছে সেখানে। আদি ভৌতিক কিছু একটা কি তবে? সারা পাড়া জুড়ে এটা নিয়ে রসালো কিংবা ভৌতিক গল্পের জন্ম নেয় প্রতিদিনই। কারো কারো মতে আজমল সাহেবের স্ত্রীর অতৃপ্ত আত্মাই আসলে এখানে থাকতে দেয় না বাইরের কোন মানুষকে।

এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরী হয়। একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় আজমল সাহেবের বাড়িতে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।