আমেরিকা ও অস্ট্রেলিয়ায় জয়ার ‘দেবী’

আমেরিকার দুই শহর-সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে প্রদর্শিত হচ্ছে বহুল আলোচিত ছবি ‘দেবী’। চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়াতেও।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 12:08 PM
Updated : 5 Nov 2018, 12:08 PM

সান ফ্রান্সিসকোতে গত ৩ নভেম্বর ছবিটি প্রদর্শিত হয়েছে। এ ছাড়া নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স-এ ৯ নভেম্বর সন্ধ্যা ৯ টায় এবং পরের দুই দিন শনিবার ও রবিবার বিকেল ৪টায় একই হলে ছবিটি প্রদর্শিত হবে। যুক্টেরাষ্ট্রে দেবী ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস সূত্রে এ তথ্য জানা গেছে।

শুধু তাই নয়, চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়াতেও। ১৭-১৮ নভেম্বর সেখানে প্রদর্শিতব্য শোগুলোতে অংশ নিতে জয়া নিজেই পাড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ায়।

এ প্রসঙ্গে জয়া আহসান গ্লিটজকে বলেন, “প্রায় সব শো’র টিকেটই সোল্ড আউট। খুব খুশির কথা হুমায়ূন ভক্ত আসলে সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে এটাই প্রমাণিত। আমেরিকার শো গুলোতে ‘দেবী’ টিম যাচ্ছে না। তবে অস্ট্রেলিয়া যাচ্ছি। চঞ্চল যেতে পারছে না তাই আমাকে একাই যেতে হচ্ছে। ১৭-১৮ নভেম্বর ওখানে শোগুলোতে থাকবো আমি।”

হুমায়ূন আহমেদের রচনায় অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’ ২০১৫-২০১৬ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। জয়া আহসানের প্রয়োজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা চলচ্চিত্রটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটিতে হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী চরিত্রে আবির্ভুত হয়েছেন চঞ্চল চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকেরসহ অনেকে।

গত ১৯ অক্টোবর দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এরপর দ্বিতীয় সপ্তাহে গিয়ে এটি ৩৫-এ দাঁড়ায়। চলতি সপ্তাহে এসে ছবিটির ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।