তৃতীয় সপ্তাহে ৫০ প্রেক্ষাগৃহে জয়ার ‘দেবী’

তৃতীয় সপ্তাহে আরও বাড়লো দেবী’র প্রেক্ষাগৃহ। জয়া-চঞ্চল অভিনীত চলচ্চিত্রটি দেশের ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2018, 02:15 PM
Updated : 1 Nov 2018, 02:15 PM

মুক্তির তৃতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহের কমতি নেই চলচ্চিত্র ‘দেবী’ দর্শনে। প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারী অনুদাপ্রাপ্ত চলচ্চিত্রটি নতুন সপ্তাহে প্রদর্শিত হতে যাচ্ছে ৫০টি প্রেক্ষাগৃহে। প্রথম সপ্তাহে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহ তা বেড়ে ৩৫টি প্রেক্ষাগৃহে উন্নিত হয়। তৃতীয় সপ্তাহে দর্শক চাহিদা বিবেচনায় তা বেড়ে অর্ধশত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির মার্কেটিং কনসাল্টেন্ট রুম্মান রশীদ খান।

তিনি জানান, তৃতীয় সপ্তাহে মোট ৫০ প্রেক্ষাগৃহের মধ্যে ৪৬ টি একক প্রেক্ষাগৃহের পাশাপাশি ৪টি মাল্টিপ্লেক্সে প্রতিদিন মোট ৩২ টি শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন ১১টি, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি, শ্যামলী সিনেপ্লেক্সে প্রতিদিন ৫টি শো, সিলভার স্ক্রিন, চট্টগ্রামে প্রতিদিন ৬টি শো অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটির মাধ্যমে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র ‘মিসিল আলী’ এই প্রথম এলো বড়পর্দায়। চলচ্চিত্রে চরিত্রটি রুপায়ণ করেছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্র ‘রানু’ হিসেবে পর্দায় আবির্ভুত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ জাকের।

জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। গত ১৯ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পায়।